ঠিক সময়

 

♥️♥️রোমান্টিক_প্রেমের_গল্প ♥️♥️
ছেলেটা অনেক গরিব,, প্রতি দিনেই একটা শাট পড়ে কলেজে জায়।
সে দেখতে মোটামুটি ভালো। একটি মেয়ে ছেলেটাকে ফল করে, মেয়েটা বুঝতে পারল সে প্রতি দিন একটা শাট পড়ে কলেজে আসে।
হটাৎ একদিন মেয়েটি ছেলেটাকে বলতে লাগল,,
মেয়ে ___ এইযে শুনুন
ছেলে----- হ্যা বলেন
মেয়ে----- আপনারা নীল রঙ অনেক ভালো লাগে বুঝি,,
ছেলে----- আপনার কেন এমনটা মনে হল
মেয়ে----- না মানে দেখি আপনে সবসময় নীল রঙের শাট পরেন তাই
ছেলে----- আসলে আপনে যেমনটা মনে করছেন তা না৷ নীল রঙ পছন্দ ঠিক,, কিন্তু আমি অনেক গরিব,, আমার একটাই মাত্র ভালো শাট।
মেয়ে---- ও আচ্ছা, সরি আপনাকে কস্ট দেওয়ার জন্য
ছেলে ----- না ঠিক আছে।
মেয়েটা চলে আসে, মনে মনে চিন্তা করতে লাগলো ছেলেটা এতো গরীব,
কিছু দিন পর কলেজে নবীন বরন অনুষ্ঠান,
মেয়েটা ভাবলো অনুষ্ঠানের জন্য ছেলেটাকে কিছু উপহার দিতে হবে,
অনুষ্ঠানের আগের দিন কলেজে গিয়ে,,
মেয়ে----- ওই শুনেন,
ছেলে ------ হুম বলেন,
মেয়ে----- একটা প্যাকেট ছেলেটার হাতে দিয়ে এটা ধরনের,
ছেলে----- কি এটা,,
মেয়ে ------ আপনের জন্য, শাট কাল এটা পড়ে অনুষ্ঠানে আসবেন।
ছেলে----- দেখেন আমি গরীব হতে পারি কিন্তু কারো করুনা সাহায্য নি চলিনা,,
মেয়ে ------আমি করুনা সাহায্য করছি না৷
ছেলে----- তাহলে কি করছেন
মেয়ে----- আমি আপনাকে গিফট হিসেবে দিছি,
ছেলে---- আপনার গিফট আমি কেন নিব,
মেয়ে ------আমি আপনার বন্ধু তাই,,,,বাকিটা পরে বলবো,
ছেলেটা অনেক খুসি হলো তার পছন্দের শাট গিফট করেছে মেয়ে টা,
এভাবে কিছু দিন পর মেয়ে টা ছেলেটাকে তার মনের কথা বলে।
মেয়ে----- আমি তোমাকে ভালোবাসি,
ছেলে------ কি বল এসব আমি একটা গরীব ছেলে , তোমার সাথে আমার জায় না,
মেয়ে----- আমি জানি তুমি গরীব,, কিন্তু আমি তোমার টাকা সম্পদ কে ভালোবাসি না , আমি তোমাকে ভালোবাসি,,
ছেলে ----- আমিও তোমাকে ভালোবাসি
এরপর পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়,।
------------_---বিয়ের ছয় মাস পর,,
ছেলে--- আমি তোমাকে সুখে রাখতে পারিনি তাইনা,
মেয়ে----- কে বলল আমিতো অনেক সুখী,
ছেলে------ আমার ছোট ঘরে হালকা বৃষ্টি হলে চালে অনেক শব্দ করে।
মেয়ে----- বৃষ্টির শব্দ শুনতে আমার ভালো লাগে।
ছেলে----- ঘরের ভাঙা বেড়া সকল না হতেই রৌদ চলে আসে
মেয়ে------ তাই ভালো লাগে সকাল সকাল রোদের আলোতে ঘর উজ্জ্বল হয়।
ছেলে----- সবার তো বড় বাড়ি
মেয়ে------- তাতে কি আমাদের ছোট বাড়িই আমাদের রাজপ্রাসাদ।
ছেলে------- I Love You বউ,
মেয়ে------- I Love you tooo
ছেলে------- কাছে আসো না
মেয়ে------ না আসবো না।
ছেলে --------কেন।
মেয়ে --------তুই হাত ধরে টান দিয়ে নিতে পারস না,,
এরপর বাকিটা ইতিহাস
কেমন হলো জানাবেন।

Yorumlar

Akış

Blogger Son Tweetler Eklentisi yazısı güncellendi - 19 Haziran 2021

Blogdan 100 adet güncelliğini yitirmiş içerik silindi - 25.06.2021

Blogger Permalink - Kalıcı Bağlantı Ayarları Nasıl Yapılır ? yazısı güncellendi - 29 Haziran 2021

Yazı İçeriği

    Son Yorumlar

    Abonelik

    En son tema güncellemeleri, özel teklifler ve faydalı kaynaklardan haberdar olmak için e-posta adresinizle abone olun.